আমাদের এই ব্যবস্থাপনা ক্ষুদ্র, কারণ আমরা আপনাকে বিনামূল্যে পরিসেবা দিচ্ছি (অন্তত প্রথম একমাসের জন্য তো বটেই। আর ভেবে দেখুন, একমাসে কাজ হলে তিনমাস, ছয়মাস বা এক বছর ধরে পাত্র/পাত্রী খোঁজার কি প্রয়োজন?) আমরা কীভাবে বিনামূল্যে পরিসেবা দিতে পারি আর কতটুকুই বা পরিসেবা দিতে পারি? দেখে নিন।
আপনি প্রথমে এখানে অ্যাকাউন্ট করবেন ও পাত্র/পাত্রীর বিবরণ দেবেন। তারপর পাত্র/পাত্রীর বিবরণের যথার্থতা যাচাইয়ের জন্য তার পরিচয়পত্র আপলোড করবেন। আমাদের অ্যাডমিন/স্টাফ সেটি যাচাই করার পর সেই পাত্র/পাত্রীর বিবরণ সাইটে অন্যান্য পাত্রী/পাত্রের সামনে উপস্থাপিত হবে।
সাইটের পাত্র/পাত্রীর বিবরণের মধ্যে থেকে আপনি কোনো এক/একাধিক পাত্র/পাত্রী পছন্দ করলেন এবং তার মধ্যে কোনো একজনের প্রতি আপনি সম্বন্ধ এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। সেই আগ্রহ দেখে অপর পক্ষ আগ্রহী হল এবং সেটি গ্রহণ করল। এরপর আপনাদের মধ্যে যে কেউ আপনাদের যোগাযোগের নম্বর (ফোন/হোয়াটসএপ) শেয়ার করতে এগিয়ে এলেই উভয় পক্ষ একে অপরের যোগাযোগের নম্বর দেখতে পাবেন।
বা এমনও হতে পারে অন্য কেউ আপনার বিবরণের পাত্র/পাত্রীকে পছন্দ করল এবং সে আগ্রহ প্রকাশ করল। আপনি যদি সেই আগ্রহে সাড়া দেন এবং তারপরে আপনি সম্বন্ধ এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন, তাহলে আপনার যোগাযোগের নম্বর উনাদের সঙ্গে শেয়ার করুন, তা হলেই উভয় পক্ষ একে অপরের যোগাযোগের নম্বর দেখতে পাবেন।
ব্যস, আর কি চাই। এবার আপনারা যোগাযোগ করুন এবং বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যান।
তবে মনে রাখবেন, আপনি যদি এই একমাসের মধ্যে যোগাযোগের মত উপযুক্ত পাত্র/পাত্রী না পান, তাহলে আমাদের সাইটে আপনার পাত্র/পাত্রীর বিবরণ সক্রিয় রাখার জন্য পেমেন্ট করতে হবে, নইলে সেটিকে প্রথমে নিষ্ক্রিয় করা হবে এবং তার কিছুদিন পরে মুছে ফেলা হবে। অন্যান্য অনলাইন বিবাহ প্রতিষ্ঠান যেখানে বিনামূল্যে পাত্র/পাত্রীর বিবরণ অনির্দিষ্টকালের জন্য সাইটে রেখে দেয় (পাত্র/পাত্রীর সংখ্যা বেশী দেখানোর জন্য) কিন্তু যোগাযোগ করার (ফোন/চ্যাট) জন্য ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা চার্জ করে সেখানে আমাদের যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া জেনে রাখুন, অনেক অফলাইন বিবাহ প্রতিষ্ঠান/ঘটক পাত্র/পাত্রীর সন্ধান দেওয়ার জন্য ১০ হাজার থেকে এক লাখ টাকা অবধি পারিশ্রমিক দাবি করে। সে তুলনায় আমাদের যোগাযোগের ব্যবস্থা নিঃশুল্ক। তবে প্রথম একমাসের পর আপনি যদি আপনার পাত্র/পাত্রীর বিবরণ আমাদের সাইটে সক্রিয় রাখতে চান, তো সর্বনিম্ন মাসিক ১০০/-টাকা মূল্যে (ছয়মাস ও এক বছরের জন্য ভিন্ন শুল্ক) সেটি সক্রিয় রাখতে হবে। এটা এজন্যই যে আমাদের সাইট চালানোর একটি ন্যুনতম খরচ আছে, তাছাড়া, কেবলমাত্র দরকারি ব্যক্তিরাই যাতে সাইটে পাত্র/পাত্রীর বিবরণ রাখতে পারেন, সেটি সুনিশ্চিত করার এটাও একটি কার্যকরী পদ্ধতি।
আপনি কি সবটা বুঝেছেন? তাহলে এখানে নথিকরণ করতে পারেন। আরও বিষদে জানতে শর্তাবলী বা গোপনীয়তা পড়ুন।